বিজ্ঞাপনের প্রচারের জন্য কীভাবে প্লেসমেন্ট বেছে নেবেন এবং ব্যবসায়িক লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ বিজ্ঞাপনের প্লেসমেন্ট কীভাবে নির্ধারণ করবেন, তা জেনে নিন।

এই বিভাগে আপনি এগুলো শিখতে পারবেন:
- বিজ্ঞাপনের প্রচারের জন্য প্লেসমেন্ট বেছে নেওয়া।
- আপনার ব্যবসার লক্ষ্যের জন্য সবচেয়ে ভালো বিজ্ঞাপনের প্লেসমেন্ট নির্ধারণ করা।
আপনার বিজ্ঞাপনগুলো কোথায় দেখা যাবে তা নির্ধারণ করুন
আপনার বিজ্ঞাপনগুলো কোথায় দেখা যাবে, তা বিজ্ঞাপন প্লেসমেন্টের মাধ্যমে নির্ধারণ করা হয়। আপনি যখন Meta বিজ্ঞাপন ম্যানেজারে একটি বিজ্ঞাপন তৈরি করবেন, তখন আপনি Facebook, Messenger, Instagram ও Audience Network-এ সেটিকে কীভাবে দেখাতে চান তা বেছে নিতে পারবেন। Audience Network-এর সাহায্যে বিজ্ঞাপনদাতারা তৃতীয়-পক্ষের অ্যাপ নেটওয়ার্কে তাদের বিজ্ঞাপনের প্রচার বাড়াতে পারেন।

Messenger


Audience Network

আপনার অডিয়েন্স অনুযায়ী প্রাসঙ্গিক বিজ্ঞাপনের প্লেসমেন্ট বেছে নিলে আপনি সেখানে পৌঁছতে পারবেন, যেখানে লোকজন সবচেয়ে বেশি সময় কাটান।
আপনার প্লেসমেন্টের বিকল্পগুলো বেছে নিন
আপনার বিজ্ঞাপনের জন্য প্লেসমেন্টের বিভিন্ন বিকল্প বেছে নিতে পারেন। আসুন সেগুলোকে ভালো করে দেখে নিই:
প্লেসমেন্ট | বিকল্প |
ফিড | Facebook ফিড, Instagram ফিড, Facebook Marketplace, Facebook ভিডিও ফিড, Facebook ডানদিকের কলাম, Messenger ইনবক্স, Instagram এক্সপ্লোর, Instagram শপ |
স্টোরি | Facebook Stories, Messenger Stories, Instagram Stories, Instagram Reels, Facebook Reels |
ইন-স্ট্রীম ভিডিও | Facebook ইন-স্ট্রীম ভিডিও |
খুঁজুন | Facebook সার্চ রেজাল্ট |
মেসেজ | Messenger নিবেদিত মেসেজ |
বিজ্ঞাপনের আর্টিকেল | Facebook ইন্সট্যান্ট আর্টিকেল |
অ্যাপ ও সাইট | Audience Network নেটিভ, ব্যানার ও ইন্টারস্টিশিয়াল, Audience Network পুরস্কারপ্রাপ্ত ভিডিও, Audience Network ইন-স্ট্রীম ভিডিও |
তাহরিশা Facebook ও Instagram-এ Little Lemon-এর বিজ্ঞাপন চালাতে চান। তার প্লেসমেন্ট কেমন দেখতে তার কয়েকটি উদাহরণ এখানে দেওয়া হয়েছে।
Facebook ফিড

Messenger

Instagram Stories

আপনি যে প্লেসমেন্টে বিজ্ঞাপন চালাতে চান সেটি বেছে নিতে পারেন (একে 'ম্যানুয়াল প্লেসমেন্ট', অর্থাৎ নিজে থেকে প্লেসমেন্ট বেছে নেওয়া, বলা হয়) অথবা Advantage+ প্লেসমেন্ট-এর সুবিধা নিতে পারেন, যার ফলে আপনি বিজ্ঞাপনটিকে সবকটি উপলব্ধ প্লেসমেন্টে চালানোর সুযোগ পাবেন।
আপনি যদি একটি বিজ্ঞাপন সেটের জন্য Advantage+ প্লেসমেন্ট বেছে নেন, তাহলে আপনার বিজ্ঞাপনগুলোর কোথায় সবচেয়ে ভালো পারফর্ম করার সম্ভাবনা আছে তার ভিত্তিতে সব টেকনোলজিতে আপনার বাজেট ভাগ করে দেওয়া হয়। Advantage+ প্লেসমেন্ট সাধারণত কোনো নির্দিষ্ট বাজেটের জন্য সবচেয়ে কার্যকর ফলাফল দেয়, কারণ এতে বিজ্ঞাপনগুলো থেকে সহজে সবচেয়ে ভালো ফলাফল পাওয়ার জন্য ডেলিভারি সিস্টেমে সামান্য রদবদল করার সুযোগ থাকে।
এই ডেলিভারি সিস্টেম প্রতিটি প্লেসমেন্টের জন্য সবচেয়ে কম খরচের হিসাবে নয়, বরং সার্বিকভাবে সবচেয়ে কম খরচে সবচেয়ে বেশি ফলাফল দেওয়ার জন্য তৈরি হয়েছে। তাই এই ধরনের প্লেসমেন্টগুলো আপনার বাজেটের জন্য সবচেয়ে বেশি কার্যকর।
আপনি যদি ম্যানুয়াল প্লেসমেন্ট বেছে নেন, তাহলে Meta প্রযুক্তিতে আপনার বিজ্ঞাপন কোথায় দেখা যাবে, আপনি তা বেছে নিতে পারেন। বিভিন্ন প্লেসমেন্ট বেছে নিলে তা আপনার টার্গেট অডিয়েন্সের কাছে পোঁছতে ও আপনার নির্দিষ্ট বাজেটে সবথেকে বেশি সুবিধা পেতে সাহায্য করবে।
আপনি মোবাইল ডিভাইস, ডেস্কটপ ডিভাইস বা দুটিতেই বিজ্ঞাপন দেখানোর বিকল্প বেছে নিতে পারেন। ডিফল্ট সেটিং হিসাবে সব ডিভাইস বেছে নেওয়ার সুপারিশ করা হয়। আপনি যদি এই সেটংটি এডিট না করেন তাহলে বিজ্ঞাপনটি মোবাইল ও ডেস্কটপ, দুটিতেই দেখানো হবে।
প্লেসমেন্ট বেছে নেওয়ার সময় এই পরামর্শগুলো মাথায় রাখুন
Advantage+ প্লেসমেন্ট ব্যবহার করতে শুরু করুন
আপনি যদি বিজ্ঞাপন তৈরি করার ক্ষেত্রে নতুন হন, তাহলে আপনার বাজেট অপ্টিমাইজ করার জন্য Advantage+ প্লেসমেন্ট দারুণ উপায় হতে পারে এবং এর সাহায্যে আপনি বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন দেখাতে পারেন। মনে রাখবেন, উপলব্ধ প্লেসমেন্টগুলো বিজ্ঞাপন প্রচারে আপনার সেট করা লক্ষ্যের উপর নির্ভর করে।
বিভিন্ন প্লেসমেন্ট ব্যবহার করুন
বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের প্লেসমেন্ট ব্যবহার করলে বিজ্ঞাপন দেখে লোকজনের পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা বেড়ে যায়। বিজ্ঞাপনগুলোকে যদি বিভিন্ন প্ল্যাটফর্মে দেখানো যায়, যেমন Facebook ও Instagram অথবা মোবাইলে ও ডেস্কটপে, তাহলে দর্শক সংখ্যা বাড়তে পারে এবং বিজ্ঞাপনগুলোকে আপনার টার্গেট অডিয়েন্স আরও বেশি মনে রাখতে পারেন।
বিজ্ঞাপনের প্লেসমেন্ট নির্ধারণ করার জন্য সেটাকে কাস্টমাইজ করুন
আপনি যদি Advantage+ প্লেসমেন্ট ব্যবহার করে বিভিন্ন প্ল্যাটফর্মে আলাদা আলাদা ক্রিয়েটিভ কনটেন্ট দিয়ে তৈরি বিজ্ঞাপন দেখাতে চান, তাহলে বিজ্ঞাপনের প্লেসমেন্টের ভিত্তিতে সেগুলোকে কাস্টমাইজ করার জন্য Meta টুল ব্যবহার করতে পারেন। মিডিয়া ও বিজ্ঞাপনের টেক্সট এমন রাখুন যাতে বিজ্ঞাপন যেখানে দেখানো হোক, সেখানেই ভালোভাবে কাজ করে।
এই বিভাগে আপনি ব্যবসার লক্ষ্যের সাথে মানানসই বিজ্ঞাপন প্লেসমেন্ট কীভাবে বেছে নিতে হয় সেই সম্পর্কে জেনেছেন, পরবর্তী বিভাগে আপনার বিজ্ঞাপন ডেলিভারি কীভাবে আরও ভালো করবেন, সেই বিষয়ে আরও জানবেন।
মূল শিক্ষা
বিজ্ঞাপন ম্যানেজারের মাধ্যমে চলা বিজ্ঞাপন Facebook, Messenger, Instagram ও Audience Network-এ দেখানো যেতে পারে।
Meta প্রযুক্তিতে আপনার নির্দিষ্ট বাজেটে বিজ্ঞাপনের উপস্থিতি সবচেয়ে বাড়িয়ে তোলার জন্য Advantage+ প্লেসমেন্ট ব্যবহার করুন।